আমার আবেগময় ভালোবাসা আর তোমার আবেগহীন বন্ধুত্ব
আজ তোমায় কিছু কথা বলবো বলে বসেছি।জানি না কথাগুলো শুনে তোমার অনুভূতি কেমন হবে,আদৌ হবে নাকি।তবুও বলবো।ফিনাস ফ্লেচার নামের একজন বলেছিলেন,
"ভালোবাসার ভাষা হলো চোখ"।
ভালোবাসায় চোখ যদি ভাষা হতে পারে তবে প্রতিটি শব্দ,প্রতিটি লেখা ভালোবাসার অনেক কিছু বলে দিতে পারে।তাই তো আজ তোমায় বলতে
বসেছি না বলা অনেক কথা।বন্ধু আমি পেয়েছি যার গণনা করতে গেলে হয়তো হাতের আঙুলের নিচের প্রতিটি দাগই ফুরিয়ে যাবে।এর মধ্যে সবার সুখেই
আমি হেঁসেছি,কারও কারও কষ্টে হয়তো চোখে দু'এক ফোঁটা লোনা পানিও জমা হয়েছিল।কিন্তু তা খানিক সময়ের জন্য।তাদের কারো সাথেই আমি তোমার তুলনা দিতে চাই না,হয়তোবা তুলনা হয়ও না।
রাতের আকাশে অনেক তারাই জ্বলজ্বল করে তবুও একটি তারার দিকেই সবার দৃষ্টি আটকিয়ে যায়।সেই তারাটি চাঁদের অনেকটাই কাছে থাকে।তারাটির জ্বলজ্বল মোহতে চাঁদ আরো প্রানবন্ত হয়ে ওঠে।আমার জন্য সেই তারাটি তুমি,এতে কোনো সন্দেহ নেই।ঐ জ্বলজ্বল তারাটির মতো তুমিও আমার আকাশে জ্বলছো নিজ আভায়,নিজআলৌকিকতায়।
বিধাতা যে তোমায় আমার জন্য বানায়নি তা আমি বলতে পারি।তুমি আমার জন্য যে আকাশের নাম না জানা সেই জ্বলজ্বলে তারাটি তা আমি খানিক আগেই বলেছি।তুমি যেখানে আকাশের তারা আমি সেখানে অতল সাগরের ছোট্ট
কোনো অনুজ্বল প্রাণী।রাতের আকাশে তোমার খানিকটা আলোয় নিজের সৌন্দর্য্য বৃদ্ধি করাতেই যে আমার স্বার্থকতা,আমার প্রাপ্তি।
মানুষ যাকে পায় না,তাকেই সবচে বেশী চায়।আমি হয়তোবা এখানে তাই-ই।
তোমার জন্য আমি মরতে পারবো না।কারণ আমি বেঁচে থাকতে চাই তোমার জন্য।তোমাকে পাওয়ার জন্য আরো বাঁচতে চাই আমি।যতোদিন তুমি বেঁচে থাকবে ততোদিন বাঁচতে চাই,শুধু তোমাকে পাওয়ার আশায়।মানুষ খুব অদ্ভুত।ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সে বাঁচার স্বপ্ন দেখে।
আমি জানি না আমার এই অনুভূতিগুলো তোমার একটুকুও অনুভূতির সঞ্চার করবে কিনা।আমি তোমায় বলবো না তুমি আমায় ভালোবাসো।আমি যে তোমায় এতটা ভালোবাসতে পেরেছি এতেই আমি স্বার্থক।আমার আর কিছু চাইবার নেই।আমি আজ সাগর জলে ভাসতে ভাসতে এমন এক জায়গায় এসে পড়েছি যে ইচ্ছা না থাকলেও এ তরী বাইয়ে নিয়ে যেতে হবে।আমায় তুমি আজ একটা তরীই বলতে পারো।আমার ভালোবাসা যেখানে মহাসমুদ্র আর তুমি সেই বহু কাঙ্খিত তীর যার দেখা আমায় আজো মেলেনি।আর তাই তো আজো তোমায় পাবার আশায় জীবন তরী বাইছি।হয়তোবা কখনো দেখা পাবো,হয়তোবা না।
আমার এসব কথায় হয়তো তুমি বলবে আমি যেনো তোমার বন্ধু হিসেবেই থাকি আজীবন।তখন প্রতিত্তরে আমি বলবো ভালোবাসার চেয়ে বড় বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না।আমি তোমার আমৃত্যু বন্ধু হতে চাই।হতে চাই তোমার ভালোবাসার বন্ধু।রাখতে চাই আমাদের মধ্যে ভালোবাসার বন্ধুত্ব।সারাটি জীবন তোমার হাত ধরে হেঁটে যেতে চাই।তোমার প্রতিটি নি:শ্বাসকে নিজের মধ্যে আগলে রাখতে চাই।তোমার এমন
বন্ধু হতে চাই যেনো,তোমার মৃত্যুর সময় বিধাতার কাছে দরখাস্ত করে বলতে পারি তোমার শেষ নি:শ্বাসের পর আর এক মি.লি সেকেন্ডও যেনো নি:শ্বাস নিতে না পারি।একে তুমি যদি বন্ধুত্ব বলো তবে তাই-ই।তবে আমার ভাষায় এর নাম
ভালোবাসা।আর আমি তোমায় ভালোবাসতে চাই আমার পুরোটা আকাশ উজাড় করে,জড়িয়ে ধরতে চাই পৃথিবীর সমস্ত আবেগ দিয়ে,আগলে রাখতে চাই মায়ের মমতা দিয়ে আর পাগলের মতো চেয়ে থাকতে চাই তোমার মুখের পানে ভালোবাসি কথাটা শুনবো বলে।
কী শুনাবে তুমি আমায় ভালোবাসো নাকি শুনাবে এটা শুধুই বন্ধুত্ব??
"ভালোবাসার ভাষা হলো চোখ"।
ভালোবাসায় চোখ যদি ভাষা হতে পারে তবে প্রতিটি শব্দ,প্রতিটি লেখা ভালোবাসার অনেক কিছু বলে দিতে পারে।তাই তো আজ তোমায় বলতে
বসেছি না বলা অনেক কথা।বন্ধু আমি পেয়েছি যার গণনা করতে গেলে হয়তো হাতের আঙুলের নিচের প্রতিটি দাগই ফুরিয়ে যাবে।এর মধ্যে সবার সুখেই
আমি হেঁসেছি,কারও কারও কষ্টে হয়তো চোখে দু'এক ফোঁটা লোনা পানিও জমা হয়েছিল।কিন্তু তা খানিক সময়ের জন্য।তাদের কারো সাথেই আমি তোমার তুলনা দিতে চাই না,হয়তোবা তুলনা হয়ও না।
রাতের আকাশে অনেক তারাই জ্বলজ্বল করে তবুও একটি তারার দিকেই সবার দৃষ্টি আটকিয়ে যায়।সেই তারাটি চাঁদের অনেকটাই কাছে থাকে।তারাটির জ্বলজ্বল মোহতে চাঁদ আরো প্রানবন্ত হয়ে ওঠে।আমার জন্য সেই তারাটি তুমি,এতে কোনো সন্দেহ নেই।ঐ জ্বলজ্বল তারাটির মতো তুমিও আমার আকাশে জ্বলছো নিজ আভায়,নিজআলৌকিকতায়।
বিধাতা যে তোমায় আমার জন্য বানায়নি তা আমি বলতে পারি।তুমি আমার জন্য যে আকাশের নাম না জানা সেই জ্বলজ্বলে তারাটি তা আমি খানিক আগেই বলেছি।তুমি যেখানে আকাশের তারা আমি সেখানে অতল সাগরের ছোট্ট
কোনো অনুজ্বল প্রাণী।রাতের আকাশে তোমার খানিকটা আলোয় নিজের সৌন্দর্য্য বৃদ্ধি করাতেই যে আমার স্বার্থকতা,আমার প্রাপ্তি।
মানুষ যাকে পায় না,তাকেই সবচে বেশী চায়।আমি হয়তোবা এখানে তাই-ই।
তোমার জন্য আমি মরতে পারবো না।কারণ আমি বেঁচে থাকতে চাই তোমার জন্য।তোমাকে পাওয়ার জন্য আরো বাঁচতে চাই আমি।যতোদিন তুমি বেঁচে থাকবে ততোদিন বাঁচতে চাই,শুধু তোমাকে পাওয়ার আশায়।মানুষ খুব অদ্ভুত।ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও সে বাঁচার স্বপ্ন দেখে।
আমি জানি না আমার এই অনুভূতিগুলো তোমার একটুকুও অনুভূতির সঞ্চার করবে কিনা।আমি তোমায় বলবো না তুমি আমায় ভালোবাসো।আমি যে তোমায় এতটা ভালোবাসতে পেরেছি এতেই আমি স্বার্থক।আমার আর কিছু চাইবার নেই।আমি আজ সাগর জলে ভাসতে ভাসতে এমন এক জায়গায় এসে পড়েছি যে ইচ্ছা না থাকলেও এ তরী বাইয়ে নিয়ে যেতে হবে।আমায় তুমি আজ একটা তরীই বলতে পারো।আমার ভালোবাসা যেখানে মহাসমুদ্র আর তুমি সেই বহু কাঙ্খিত তীর যার দেখা আমায় আজো মেলেনি।আর তাই তো আজো তোমায় পাবার আশায় জীবন তরী বাইছি।হয়তোবা কখনো দেখা পাবো,হয়তোবা না।
আমার এসব কথায় হয়তো তুমি বলবে আমি যেনো তোমার বন্ধু হিসেবেই থাকি আজীবন।তখন প্রতিত্তরে আমি বলবো ভালোবাসার চেয়ে বড় বন্ধুত্ব আর ভালোবাসার মানুষের চেয়ে বড় বন্ধু আর কেউ হতে পারে না।আমি তোমার আমৃত্যু বন্ধু হতে চাই।হতে চাই তোমার ভালোবাসার বন্ধু।রাখতে চাই আমাদের মধ্যে ভালোবাসার বন্ধুত্ব।সারাটি জীবন তোমার হাত ধরে হেঁটে যেতে চাই।তোমার প্রতিটি নি:শ্বাসকে নিজের মধ্যে আগলে রাখতে চাই।তোমার এমন
বন্ধু হতে চাই যেনো,তোমার মৃত্যুর সময় বিধাতার কাছে দরখাস্ত করে বলতে পারি তোমার শেষ নি:শ্বাসের পর আর এক মি.লি সেকেন্ডও যেনো নি:শ্বাস নিতে না পারি।একে তুমি যদি বন্ধুত্ব বলো তবে তাই-ই।তবে আমার ভাষায় এর নাম
ভালোবাসা।আর আমি তোমায় ভালোবাসতে চাই আমার পুরোটা আকাশ উজাড় করে,জড়িয়ে ধরতে চাই পৃথিবীর সমস্ত আবেগ দিয়ে,আগলে রাখতে চাই মায়ের মমতা দিয়ে আর পাগলের মতো চেয়ে থাকতে চাই তোমার মুখের পানে ভালোবাসি কথাটা শুনবো বলে।
কী শুনাবে তুমি আমায় ভালোবাসো নাকি শুনাবে এটা শুধুই বন্ধুত্ব??
Comments
Post a Comment