Lag Velki Lag (লাগ ভেলকি লাগ) Lyrics | Aynabaji (আয়নাবাজি) |









Lag Velki Lag (লাগ ভেলকি লাগ) Lyrics  Aynabaji (আয়নাবাজি): Lag Velki Lag is a bangla movie Song Sung By Singers Johan Alamgir, Sheikh Istiaq. This song is taken from the Movie Aynabazi.


Title Song of movie: Aynabaji
Music Director: Fuad Al Muktadir
Singers: Johan Alamgir, Sheikh Istiaq


এ কেমন আয়নাবাজি
কে কাস্টমার কে মাঝি?
মেলে নাকো অংক কারো
যাহাই চৌদ্দ তাহাই তেরো।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে
দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।
জেন্টেলম্যান ফকির প্রজা
এক ইশারায় বদলে রাজা
এক পলকে হায়রে হায়
কার ভূমিকায় কে চলে যায়?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ! (২)
অদলবদল চলে
কীভাবে হিসাব মেলে?
কে মুখ আর কে মুখোশ
কে কথা কে যে বলে?
আমরা কেন ডুবতে থাকি
ফুর্তি ভরা কাদার বাঁকে?
প্রশ্নবাণে বিদ্ধ ছবি
আঁকেরে কে আঁকে?
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
জীবন নামের এই ছবিতে দুঃখ-সুখের নেই ফারাক।
লাগ ভেলকি
লাগ ভেলকি
আয়নবাজির ভেলকি লাগ!
দিনের ভেতর রাত ঢুকে যায়
ঘোর লাগা চোখ লাগবে তাক।

Comments