Dunia (দুনিয়া) BY Chircut চিরকুট LYRICS from Aynabaji

 Dunia (দুনিয়া) BY Chircut চিরকুট  LYRICS : Duniya is a bangla movie Song Sung By Famous Singer Sharmin Sultana Sumi from Chircut bangla band. Duniya song is taken from the Movie Aynabazi.


SINGER : Sharmin Sultana Sumi
MOVIE : Aynabazi
Director : Amitabh Reza


Duniya By Chircut ( Sharmin Sultana Sumi ) Bangla Lyrics : 



যা দেখছ তা তা না
সব দেখা যা না না
এক দুনিয়া ভাঙ্গা ভাঙ্গা
আর এক দুনিয়া যাওয়া মানা
জগতে জনমে যাহারে মিলায় না
তাহারে খুঁজিতে মন
ধরে শুধু বায়না
না বুঝি দুনিয়া ,,
না বুঝি তোমায় ,,,
আমার কি দোষ খালি পাপ জমাই !!
না বুঝি দুনিয়া ,,
না বুঝি তোমায় ,,,
আমার কি দোষ খালি পাপ জমাই !!
তোমারি মাঝে অন্য কেউ বাজে
আয়নায় আয়নায় ভিন্ন কেউ সাঁজে
তারে তুমি দেখিতে চাও না
লুকোচুরিতে নিজেরেই পাও না
না বুঝি দুনিয়া ,,
না বুঝি তোমায় ,,,
আমার কি দোষ খালি পাপ জমাই !!
না বুঝি দুনিয়া ,,
না বুঝি তোমায় ,,,
আমার কি দোষ খালি পাপ জমাই !!

Comments