EI SHOHOR AMAR ( এই শহর আমার ) - Lyrics | Arnob | Aynabaji Bangla Movie Song 2016
SINGER : ARNOB
MOVIE : Aynabazi
Director : Amitabh Reza
Ei Shohor Amar By Arnob Bangla Lyrics :
তুমি যদি বল ভোরের বেলার কাক ,
সত্য করা একলা স্টিমার
ফেরিওয়ালার হাক ।
লাঠি হাতে ডাকাত সর্দার ,
রাত জাগা হাইওয়ে এর ,
ঘুমিয়ে পরা কোন এক ড্রাইভার ।
এই শহর আমার
এই মানুষ আমার ,
এই শহর আমার
এই মানুষ আমার ।
তুমি শুনতে কি পাও
ভীরের মাঝে কেউ ( ২ বার )
মতিঝিলের শাপলা ফুলে পানি ,
আর এক স্কুল বালিকা
সবুজ ড্রেস খানি । ( ২ বার )
ঘরস্থানের ফকির ,
মাজারে মাঝারে যে কি ...।
এই শহর আমার
এই মানুষ আমার ,
এই শহর আমার
এই মানুষ আমার ।
Comments
Post a Comment