শূন্যতা

শূন্যতা এক অসীমতা
যেখানে বর্তমান নেই
যেখানে শুরু কিংবা শেষ নেই
শুধুই শূন্যতা আর একাকিত্বতা
শূন্যতা দিয়েই শুরু
আর শূন্যতাতেই শেষ
মাঝে অন্তত কালের ব্যবধান
সময়ের মাঝে আটকে থাকা
সময়ের সাথে তাল মিলিয়ে এক গতিতে পথচলা
সময়ের কোনো শুরু নাই
কোনো শেষও নাই
পথেরও কোনো সীমা নাই
একাকীত্বই জীবনের শেষ মূল গন্তব্য ......

Comments