আমার ভালোবাসা

তুমি যাবে ঐ দূরে,দিগন্তে??
যখনই তোমাকে বলতাম
তখন তুমি আমার আমার কানে কানে বলতে
হুম যাবো যদি তুমি থাকো পাশে।

হারিয়ে যাবে আমার সাথে??
বলতেই তুমি  বলতে
যদি হাত রাখো আমার এই হাতে।

তোমাকেই নিয়ে দিবো ভালোবাসার সাগর পাড়ি
বলতেই তুমি অভিমানি সুরে বলতে,
যদি আমায় কষ্ট দাও নেবো আমি আড়ি।

আর তুমি কি বলতে??
আমার হাতে মেহেদি পড়া দেখলেই বলতে
কি বলতাম??

বলতে তোমার হাতে পড়া মেহেদির
ঐ লাল রঙে রয়েছি আমি।

সেই তুমি এখন দূরে.........।

কিন্তু জানো দূরে যায়নি তোমার সৃতি,যায়নি তোমায় মনে রাখা সেই অনুভুতি।
তুমি যেতে পারো দূরে কিন্তু যায়নি তোমায় নিয়ে স্বপ্ন দেখার আশা।
তুমি হয়তো আজ সত্যিই দূরে কিন্তু হারিয়ে যায়নি আমার ভালোবাসা। 

Comments