মুগ্ধতায় অশ্লীলতা

এসো অশ্লীল হবো তুমি আমি ভীষণ অশ্লীলতায়,
নগ্নতা হবে পরিধেয়,
আমি থাকবো তোমাতে,
তুমি রইবে আমাতে।
এসো শিথিল হবো,
তোমার চির অধরার বাহু আজ ক্লান্ত,
শ্রান্ত,
পরিপূর্ণ হবে,
মিলবে,
তোমাতে,
গভীরে,
ভীষণ উল্লাসে।
এসো এক হবো,
তুমি আমি মিলে মিশে হয়ে যাবো একাকার,
তোমার বাহুডোরে,
এই আমি,
তোমার হৈম,
তোমার অপ্সরা,
তোমার রাজকন্যা,
তোমার লাবণ্য,
তোমার প্রতিমা,
তোমার মৃণ্ময়ী,
তোমার সরস্বতী,
তোমার সত্তা,
আমি বিলিয়ে দেবো আমায় তোমাতে।
এসো প্লাবন হবো,
শ্রোণিতের ধারায় উড়িয়ে দেবো সকল বেদনা তোমার,
শত সহস্র পোড়া ছাই,
কিংবা ধূসর ইতিহাস,
আমরা হবো রাজ হাঁস,
তুমি হবে হংস আমি হয়ে যাবো হংসী,
আর জনমে যে আমরা হংস মিথুন ছিলাম।
এসো মুগ্ধতায় ভরাবো তোমার ওষ্ঠ্য
অমৃতের স্বাদে তার হবে রূপান্তর,
সে হবে অমর,
তুমি কেবল ভালোবাসি বলবে,
আমি এক হৈম হয়ে হাজার বছরের সত্তা হয়ে রইবো,
তোমার প্রাণে,
তোমার মাঝে,
তোমার তৃপ্তিতে,
তোমার অশ্রু জলে,
তোমার বিনিদ্র রজনীতে,
তোমার পরম সুখে,
তোমার সুখ হয়ে।

Comments