তুমি আমি আর ভালোবাসা

তুমি তার জীবনের প্রথম, শেষ বা একমাত্র নাও হতে পারো। সে আগেও ভালোবেসেছে বা সামনে আবার ভালোবাসবে! কিন্তু সে যদি তোমাকে এই মুহূর্তে ভালোবাসে, তাতে ক্ষতি কি? সে হয়তো পুরো খাঁটি নয়, তুমিও তো নও। তোমরা দুজন মিলেও হয়তো পুরো খাঁটি হতে পারবেনা।

কিন্তু সে যদি তোমার মনে আনন্দ দিতে পারে, সে যদি তোমাকে একটি বিষয়ে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করে, তোমাকে মানবিক করে তোলে এবং সে যদি ভুলও করে। তুমি তাকে ধরে রাখো আর তাকে সবকিছু দাও, যা তোমার আয়ত্তে আছে।
সে হয়তো প্রতিটি মুহূর্তে তোমার কথা ভাববেনা, কিন্তু সে তোমাকে তার নিজের একটা অংশ দিয়ে দিবে। যা তুমি ভাঙতে পারো, সেটা তার হৃদয়! তাই তাকে কষ্ট দিয়োনা, তাকে বদলে ফেলোনা, তার কার্যকলাপ কষ্টিপাথরে যাচাই করতে বসোনা এবং সে যতোটুকু দিতে পারে, তার থেকে বেশি চেয়োনা।
সে যখন তোমাকে সুখী করে তখন হাসো। তাকে বুঝতে দাও, সে তোমাকে কখন পাগল করে দেয় এবং যে সময় সে তোমার কাছে থাকেনা তখন তাকে মিস করো।
-বব মার্লে

Comments