নিদ্রাহীন এক একটি রাতের আত্মকাহিনী

ঘড়িতে রাত ২টা ২০মিনিট।


শহর ঘুমায় । এর মাঝেও জেগে থাকে কিছু
মানুষ !!
কেউ বিছানায় এপাশ ওপাশ করে ।
জানি না তাদের কষ্টটা কতটা ভয়ঙ্কর । খুব পরিচিত
একটি নাম্বারে ফোন দিলেই
"ওয়েটিং" দেখে উত্তেজনায়
কাপছে কেউ ।

কেউ বারবার একটি নাম্বারে কল
দিতে গিয়েও কেটে দিচ্ছে লাইন । জানে,
ওপাশেও কেউ একজন হইত একই কাজ করছে ।
তবুও এক অজানা বাধা ।
কেউ কেউ স্বপ্ন সাজাচ্ছে, স্বপ্নের
বেচা কেনা চলছে মোবাইল ফোনে।
খানিকটা ভারি দীর্ঘ নিশাসের আদান
প্রদান । কখনও সব স্থবির ।
কারো হয়ত সুখের স্মৃতি গুলো পুরে ছাই
করে দিচ্ছে ।
কেউবা কষ্ট
গুলোকে উড়িয়ে দিচ্ছে বাতাসে ।
বিছানায় উপুর হয়ে কেউবা ভারি করে তুলছে বালিশের
তুলাগুলো ।
জীবন যুদ্ধে বারবার
লেং খাওয়া মানুষগুলোর রাতে ঘুম হয় না ।
তারা বিছানায় শুয়ে শুয়ে ঘরের
সিলিং দেখে ... দীর্ঘশাস ছাড়ে, চোখের কোনা দিয়ে জল
গড়িয়ে পরে ।
আমার মত কিছু মানুষ জেগে আছে, নিছক
জেগে থাকার নেশায়।
এরা ঘুমকে চোখে লালন করে বশ
করেছে দিনের পর দিন।
নেশার আনন্দ অন্যরকম । নির্ঘুম থাকার নেশা সম্ভবত
সবচেয়ে ভয়ঙ্কর নেশা।আমার মতো কিছু মানুষ প্রতি রাতে এই নেশায় নিজেকে হারায় খুঁজে পাবার আশায়

Comments