ভালবাসার প্রথম আলাপন
আমি আর আমাতে নেই
তোমায় দেখার পরে,
হারিয়েছি সবই আমার
তোমায় দুটি চোখে
এক পলকে তুমি আমার মন করেছো চুরি .....
মায়া ভরা মুখটি তোমার
কি যে জাদু জানে,
সব ভুলিয়ে সে যে আমায়
শুধুই কাছে টানে
তোমার মুখে চেয়ে চেয়ে
যেনো আমি মরি .....
তুমি মানুষ নাকি পরী,
নাকি স্বর্গে ফোটা কলি
তোমায় নিয়ে এখন আমি,
ভেবে না পাই কি করি .....
আমি দেখেছিলাম তোমায় বহুবার বহুকাল বহুসময় বহুজায়গায় কিন্তু মানুষ সত্যি ই যে বলে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্যা লাস্ট ইমপ্রেশন আমার বেলাতেও আলহামদুলিল্লাহ তাই হয়েছিলো
সেদিন যেদিন #HCC তে তোমায় প্রথম দেখেছিলাম আমার পাশে দাড়ানো এক মিষ্টি ভলেন্টিয়ার রূপে.সবাই কে দেখিয়ে তোমার মিষ্টি হাসি উপহার দিয়েছিলে কিন্তু একবারও আমার দিকে তাকাওনি
তখনই মনের মন্দিরে তোমাকে বসিয়েছিলাম
জাতীয় সংগীত এর সময় শুধু তোমায় লক্ষ্য করে বারবার বলে গিয়েছিলাম আমি তোমায় ভালোবাসি তোমায় ভালোবাসি আর তোমাকেই ভালোবাসি আর বাসবও তাই
তখনও জানতাম না যে সেই তুমি আজ আমার হবে, আমার মনের মন্দিরের সিংহাসন এ তোমার আধিপত্য হবে আলহামদুলিল্লাহ
যতক্ষণ ছিলাম তোমার পাশে আর তুমি ছিলে আমার পাশে ততক্ষণ মনের মাঝে এই একটা গান ই বাজতেছিলো কেনো জানিনা সেদিন
সেদিন বা তারপরেও তোমায় আমি খুজেছি আর দেখেছি বহুজায়গায় কিন্তু তোমার সামনে যাওয়ার সাহসটুকু তখনো খুজেই চলেছিলাম
কিন্তু সর্বশেষে আজ থেকে এক বছর আগে ১৮/১১/২০১৩ তে এই দিনটাতে পেলাম সেই শুভক্ষণ
বুকে সাহস আর এক রাশ ভালোবাসা নিয়ে গিয়েছিলাম তোমার সামনে নিজেকে ধরা দিতে আর তোমায় একটি পলক দেখবো বলে ....
আর সেই তুমি আজ আমার হলে আলহামদুলিল্লাহ
আল্লাহর অনেক রহমত আর সাহায্যেই তোমাকে আমার পাওয়া.....
তোরা আমাদের পাশে আলহামদুলিল্লাহ ছিলি বলেই আজ আমরা এতোদূর পথ পাড়ি দিতে পেরেছি
পেয়েছি আরও অনেক বন্ধুদের সাহায্য যেটা বলে বা লিখে হয়তো শেষ করার ক্ষমতা আমার নাই ....
ইনশাআল্লাহ সবসময়ই আমাদের সাথেই থাকবি এই কামনাই করি তোদের কাছ থেকে
সেই দিন আর সেই ক্ষন সেই শীতের সন্ধ্যা আজোও মনকে শিহরিত করে দিয়ে যায়
ইনশাআল্লাহ এইভাবেই হাতে হাত রেখে পারি দিবো আমরা (মুহাম্মদ কায়েস আব্দুল্লাহ্, ফারিয়া রুপন) দুজন অজানার এক ভবিষ্যতে .....
Comments
Post a Comment