আমারো হয়তোবা .......

আমার হয়তোবা অনেক কিছুই বলার আছে, 
আমি বলতে পারিনা, 
সেগুলো বোবা কুঠুরিতে বন্দী করে রেখে দেই। 

আমার হয়তোবা অনেক কিছুই লেখার আছে, 
আমি লিখতে পারিনা, 
সেগুলো থেকে যায় নাম না জানা বেওয়ারিশ কথার ফাঁকে।
 

আমায় হয়তো অনেকেই ভালবাসে,
আমিও বাসি,
প্রকাশ করিনা,
নিজেকে অমানুষ বলে চালিয়ে দেই,
লোকে বলে যায় স্বার্থপর।

আমি হয়তো অনেক কিছুই দেখি,
তবু দৃষ্টিগোচর করতে চাইনা,
সেগুলো কল্পনার বাক্সে বন্দি করে,
আমি দিগন্তে মিলিয়ে যাই।

হয়তো আমার গাওয়ার আছে অনেক গীতিকা,
আবৃতি করার অসাধারণ কবিতা,
তবু এড়িয়ে যাই,
অযোগ্যতা স্বীকার করে যোগ্যতাকে বিলীন করে দেই।

আছে হয়তো কত,শত, নাম না জানা স্মৃতি,
সেগুলো হয়তো জায়গা করে নেয় হঠাৎ বেড়িয়ে আসা কোনো দীর্ঘশ্বাসে,
বইয়ের পাতায়,কিংবা অশ্রুকণার মাঝে।

স্বপ্ন হয়তো আছে আমার অনেক,
সেগুলোর স্থান হয় ঘুমহীন রাতজাগা চোখে,
দুর্ভাগ্য বলে সেগুলোকে হাওয়ায় উড়িয়ে দেই।

আমিও হয়তোবা একজন আবেগী মানুষ,
কারো বাহুবন্ধনে আবদ্ধ হবার ইচ্ছে হয়তো আমার কল্পনাতে ও উঁকি মারে,
নিজের অবাধ্য ইচ্ছে গুলোর শ্বাসরোধে মৃত্যু হয়,
নিজেকে স্বার্থপর বলে ভুলে যাই,
আমিও মানুষ,
আমিও ভালবাসি,
আমিও বলতে জানি,
আমারো কিছু দুঃখ আছে,
আমারো রয়েছে কিছু বেওয়ারিশ স্মৃতি,
কিছু চেনা পরিচিত মুখ,
কিছু আনন্দাশ্রু,
কিছু সুখের মূহুর্ত।

কিন্তু আমি যে অমানুষ,
আমি স্বার্থপর,
আমি ভুলে যাই।

Comments