"শিরিন" এর তৃতীয় একক অ্যালবাম "রঙ্গিলা"।

আজ বের হলো বাংলাদেশী বংশোদ্ভূত লন্ডন প্রবাসী কন্ঠশিল্পী "শিরিন" এর তৃতীয় একক অ্যালবাম "রঙ্গিলা"। গানগুলোর সুর-সঙ্গীতায়োজন করেছেন ফুয়াদ হাসান, হৃদয় খান, রায়হান খান, হাবিব ওয়াহিদ, রুম্মান, রোমেল ও রাফা।
রঙ্গিলা(শিরিন) অ্যালবামটির লিঙ্ক - 

                                                   http://adf.ly/MtZ37





মাত্র ১৭ দিনের জন্য ঢাকায় এসেছেন কণ্ঠশিল্পী শিরিন। লন্ডনে ফিরে যাবেন ১৪ এপ্রিল। পহেলা বৈশাখের প্রথম প্রহর কাটাবেন বাংলা বর্ষবরণের নিখাদ বাঙালিয়ানায়। বাংলার কৃষ্টি, সংস্কৃতি, মাটি, জল, সাহিত্য বা গান সবকিছুতেই একটা মায়াটান আছে। এটা জানালেন শিরিন নিজেই। হঠাৎ বৃষ্টিতে গা ভিজিয়ে দেওয়া সকাল আর রোদপোড়া দুপুরের কথা বললেন তিনি। নাতিশীতোষ্ণ জলবায়ুর এ দেশে জন্মানো শত সুরস্রষ্টার কথা শ্রদ্ধাভরে স্মরণ করলেন। গত সোমবার রাজধানীর উত্তরার একটি অভিজাত হোটেলে বসে কথাগুলো বলছিলেন চাটগাঁয়ের এই মেয়ে। তবে শিরিনের আসা-যাওয়ার পেছনে সবচেয়ে বেশি নিয়ামক হিসেবে কাজ করছে এসব সুরস্রষ্টার গান। এবারও এসেছেন নিজের তৃতীয় অ্যালবাম 'রঙ্গিলা'র একটা বিহিত করতে। অনেক দিন ধরেই অ্যালবামটি প্রকাশের কথা থাকলেও নানা কারণে তা বারবার পেছাতে হয়েছে।

'পাঞ্জাবিওয়ালা' দিয়ে শুরু, এরপর 'মাতওয়ালি' দিয়ে মাতিয়েছেন। এবার অ্যালবামের নাম 'রঙ্গিলা' রাখার কারণ ব্যাখ্যা করলেন তিনি। 'আসলে প্রত্যেকটি মেয়ের মনে তাদের রঙ্গিন ভুবন থাকে। স্বামী-সংসার বা পারিপার্শিকতার কারণে নিজের ভুবনটা কখনও মেলে ধরা হয় না। আবার নানা ব্যস্ততার কারণে এ ভুবনটা ঢাকা পড়ে তাকে। আমি সে ভুবনের কথা বলেছি। অ্যালবামে 'রঙ্গিলা' শিরোনামে একটি গান আছে। এখানে মেহবুব আলী নামে একটি চরিত্রের কথা বলা হয়েছে। এটি আসলে আমার কথা। আর আমার লক্ষ্য থাকে শ্রোতাদের গানগুলো যেন আপন মনে হয়। আমার ভাবনা যেন সাধারণ মানুষের কথা হয়। এমনও হয়েছে, গানের কথায় কঠিন কোনো শব্দ থাকলে আমি গীতিকারের সঙ্গে আলোচনা করে নতুন শব্দ যুক্ত করেছি। শিশুরাও যেন আমার গান শুনে বুঝতে পারে।'

চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় 'কালা চাঁদ' ও আগের অ্যালবামের মতো এ অ্যালবামে 'খাঁজা' শিরোনামে একটি গান থাকছে। নিজের ভাবনার জগৎ থেকেই মূলত এ গানগুলো নির্বাচন করা। গানের পাশাপাশি নিজেকে অনুসন্ধান করতে তিনি ছুটে বেড়িয়েছেন। আর তাই তো একটু সুযোগ মিললেই শিরিন ছুটে যান মাইজভাণ্ডার শরিফ, শাহজালাল বাবা, শাহ পরান বাবা, খাজা বাবার মাজার শরিফ প্রভৃতি স্থানে। 'তিন বছর আগে থেকে অ্যালবামের জন্য কাজ শুরু করি। বিগত বছরে বিভিন্ন সময় দেশে এসে সিলেট, জগন্নাথপুর, কুষ্টিয়া চট্টগ্রাম, কক্সবাজার, পাহাড়ি অঞ্চলসহ নানা জায়গায় ঘুরেছি। অনেক গীতিকারের সঙ্গে কথা বলেছি। তাদের চিন্তা-চেতনার সঙ্গে নিজেকে মিলিয়ে দেখেছি কেন আমি শিরিন। আমি আসলে কী চাই। এটা আমার জন্য অন্যরকম এক অভিজ্ঞতা।




Comments