কহিবো তোরে ভালোবাসি ( kohibo tore valobashi ) - সানি মার্লে Sunny Marley
দৃষ্টিশক্তি কারিয়া লও মোর;
আমি অহেতুক চাহিয়া থাকিব,
দেখিব প্রান ভরিয়া, নয়ন মজাইয়া,
দেখিব তোমায়, নয়ন চূড়ায়..!
তুমি তারায়-তারায় মিশিয়া আছো,
মিশিয়া আছো হৃদয়ে, নয়ন চূড়ায়..!
সিদ্ধো তোমার শাড়ির আঁচল-
সিদ্ধি মনে পরম কলংক..!!
আমি জরাইয়া রাখিবো তাহারে-
মনিরও বিকর্ষণে আঁখিরও অন্তরালে
আমি জরাইয়া রাখিবো তাহারে।।
যেনো মোর হৃদমাঝার-
ভাঙ্গিয়া দাও অন্ধকার..!
তুমি সর্বস্ব আলো
যেনো বিধাতার তৈয়ারি,
তুমি ত্রিশূল অগ্নি
যেনো মা কালির।।
আমি মানুষ তাই..!
সাধন করিয়া চাই
সিদ্ধির মতো তোমায়।
যোনিরও মিঠা স্বাদ
ক'জনার ভাগ্যে জুটে, বলোতোহ!??
চুসিয়া নিতে চায়
স্তনের মধুর রস,
নগ্ন পায়ে নিশিতে
তোমারও বুকের পাড়ে।
কাব্য করিয়া, ঢং করিয়া
কহিবো তোরে ভালো-বাসি,
ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি!!!
যতো চাই ততই হারাই..!
শূণ্য হৃদয় মরূর তরে
একা অনেকটা বিশাল দুরত্তে,
যেনো এক নূরের সাগর
তবুও দেখা হইবে দু'জনার।।
Comments
Post a Comment