ক্ষমা করো

আমার চোখে ঐ ভাদ্রের কালো মেঘের কোন দোষ ছিলনা,  যে কিনা ইলশেগুড়ী বৃষ্টি  হয়ে মাটিকে স্পর্শ করে দিয়েছিল...
আমার চোখে ঐ নরম মাটির ও কোনো দোষ ছিলনা, যে কিনা পরম মমতায় বর্ষাকে আশ্রয় দিয়ে প্লাবিত হয়ে  মিশে গিয়েছিল হারিয়ে যাওয়া কোনো এক পথের বাকে...

তাহলে,

তাহলে আসলে যা হওয়ার তাই হয়েছিল। প্রকৃতি যেভাবে যা চায় তাই হয়েছিল, তাই হয়ে আসচে আর তাই  ই তো হতে হবে। মনের কাছে হার মানা মানব প্রকৃতির কাছেই আর কিভাবে মাথা উচু করে লড়বে!

শুধু দোষটা আমার চোখের ছিল যে নিজে সবটা দেখেও আমাকে ভুল ভুঝিয়েছিল। ভুল পথে হারিয়ে নিয়েগেছিল। সেখানে নীল আকাশ ছিল, আকাশের বিশালতায় মায়া ছিল। রূপালি চাঁদ এর আলো মেশানো ভালোবাসা ছিল। ছিল না শুধু কিছু রূপক বাস্তবতা।


ভাল আছি, ভালো থেকো,
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি,
বাউলের এই মনটা রে।

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে ......



ক্ষমা করো হে কালো মেঘ,
ক্ষমা করো হে নরম মাটি,
তোমাদের দাড়ে ভীরে
আমি নিয়েছি আপনার মত কেড়ে....


ক্ষমা করবেন হে রূদ্র মুহম্মদ শহীদুল্লাহ, আপনার অতুলনীয় এরূপ সৃষ্টিকে ব্যবহার করে  মর্যাদাহানী করার জন্য। যদিও আমার লিখা কখনো পৌছাবেনা আপনার কান অব্দি কিন্তু যদিও  পৌছায় তবে হেসে খেলেই উড়িয়ে দেওয়ার অনুরোধ রইলো  :)

#রূপক_ব্যাঞ্জনা_এক
০৬-০৯-২০১৬ মঙ্গলবার

মুহাম্মদ কায়েস আব্দুল্লাহ

Comments