কবিরা ও কবিতারা ( kobira o kobitara ) - সানি মার্লে Sunny Marley
ঢেলে দাও সব অহংকার
একদিন তুমিও হয়তো
বুঝবে যে সত্য কিংবা সাধনা
দু'টোই তোমার জন্যে নয়;
তা কবিদের জন্যে।
কবিরা কি মানুষ নয়!?
নাকি 'ব্লগার'?
কুপিয়ে মেরে ফেলো!!
এই নাও রাইফেল
এই নাও বুলেট
এই নাও অট্টহাসি;
নাও এই নাও,নিয়ে নাও!!
নাকি চাই না তোমার.!
চাই কিনা বলো??
বলো!!বলো!! বলে দাও!!
না তোমার কেনই বা চাই.? এসব!!
তুমি তো প্রকাশ্যে দিনের আলোতে
কুপিয়ে মারতে পারো তাই নাহ্!!?
তোমার কোনই প্রয়োজন নেই
বুলেট কিংবা রাইফেলের;
বুলেট রাইফেল তো প্রয়োজন
কবিদের,
কেনেনা তারা 'ব্লগার' নামক পাপী!!
চিহ্নিত শত্রু তারা,
আজকের বাজারে!!
দেশের কলঙ্ক অভিজিৎ??
মানুষ দেখচ্ছে মানুষ মরছে
মানুষ মানুষেরে মারছে -
মানুষ মরছে মানুষ দেখচ্ছে
মানুষের ভিড়ে মানুষ -
মানুষ মানুষ কে দেখচ্ছে আর দেখাচ্ছে!!
সেখানে সব মানুষ ছিলো,
ছিলো মানুষের রক্ত!
লাল রক্ত! মানুষের রক্ত;
কিন্তু!!
সেখানে ছিলো ভীরুমানুষ..
ছিলো কাপুরুষ, ছিলো প্রেমিক মানুষ
তারা লরতে জানে নাহ
কিন্তু!!
কবিরা এখনো লিখে -
বই ছাপা হয়,
সেই মানুষগুলো আসে-
বই কিনে, বই পড়ে আবার.!
মানুষ দেখে পড়ে মরে মারে
কিন্তু!! পড়ে..
তারাও বই বিক্রি করে
তাদের বই বিক্রিও হয়!!
কবিরাও লিখে;
শুধু মরে কবিতারা।।
Comments
Post a Comment